বগুড়ায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত, মোট ১৮১৮

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ৮০০ জন ছাড়াল। আর করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার পর্যন্ত জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭০২ জন। আজ নতুন করে ১১৬ জনের কোভিড শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১৮ জনে। এর মধ্যে ১ হাজার ২৪৯ জন পুরুষ, ৪৬৫ জন নারী ও ১০৪ জন শিশু রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। আর নতুন আক্রান্তসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা এখন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ১৭৩ জন।

প্রথম আলো

আরো পড়ুন…

বগুড়ায় ১৮৬ জনের করোনা শনাক্ত, মোট ১৭০২