মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পয়েন্টের ‘সেঞ্চুরির’ অপেক্ষায় ভারত

Paris
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৯:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও জয়ের দোরগোড়ায় ভারত। বিরাট কোহলিদের ৪১৬ রানের জবাবে ১১৭ গুটিয়ে যায় জেসন হোল্ডাররা। তাদের ফলোঅন করালে সুযোগ থাকত ইনিংস ব্যবধানে জয়ের। তবে উল্টো ব্যাট করতে নেমে পড়ে সফরকারীরা।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে কোহলি ইনিংস ঘোষণা করেন ৪ উইকেটে ১৬৮ রান যোগ হওয়ার পর। জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে তখন রানের পাহাড়, করতে হবে ৪৬৮ রান। টেস্ট ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটাই ৪১৮। জবাবে ৪৫ রানে দিন শেষ করা ক্যারিবীয়রা হারিয়েছে তাদের দুই ওপেনারকে। তাতে ম্যাচ আরো বেশি ঝুঁকে পড়েছে ভারতের দিকে।

ক্যারিবীয় দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট (৩) ও জন ক্যাম্পবেল (১৬) ফিরে যাওয়ার পর দিনের শেষ ওভারে জসপ্রিত বুমরাহর বল হেলমেটে আঘাত হানে ড্যারেন ব্রাভোর। তবে ধাক্কা কাটিয়ে তিনি ১৮ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন শামারাহ ব্রুকস। স্কোর কার্ড বলছে, জয়টা সময়ের অপেক্ষা ভারতের। আর এ ম্যাচ জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি হবে তাদের।

সর্বশেষ - খেলা