পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান : বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশজুড়ে নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা বেড়েছে দাবি করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

 

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রিজভী বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়-শিশু, কিশোরী ধর্ষণ ও নারীদের হামলার ঘটনা যে হারে বেড়েছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে এখন সারা দেশের অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। বিভিন্ন স্থানে শাসকদলের ক্যাডারদের উৎপাতে ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।’

 

সম্প্রতি কয়েকটি নারী ও শিশু নির্যাতন এবং তাদের ওপর হামলার চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ধর্ষণ, হামলা, হত্যাসহ পৈশাচিক ও লোমহর্ষক ঘটনা ঘটছে অহরহ। উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ঘরে কিংবা বাইরে, শহরে কিংবা গ্রামে; সবখানেই ঘটছে এ ধরনের ঘটনা। দিন দিন এ চিত্র ভয়াবহ আকার ধারণ করছে। শিশু ধর্ষণ, গণধর্ষণ কিংবা ধর্ষণের পর হত্যা।

 

এসব ঘটনার জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে আরো বেশি উৎসাহিত হয়ে এ ধরনের বর্বর ও পৈশাচিক ঘটনা ঘটাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততায় শাসকদলের সন্ত্রাসী ও অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘সারা দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হিংস্র থাবা ছড়িয়ে পড়েছে। নারী-শিশু নির্যাতন ভয়ংকরভাবে বেড়ে যাওয়াতে এখন জনসমাজে নারীর জীবনের নিরাপত্তা চরম অনিশ্চয়তায় পড়েছে।’

 

তিনি বলেন, ‘আজ শুধু নারী সমাজ নয়, অবৈধ সরকারের দুঃশাসনে সারা দেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। কোথাও কারো কোনো নিরাপত্তা নেই, দেশের আইনশৃঙ্খলা বলতে এখন কিছুই অবশিষ্ট নেই। সারা দেশটাই যেন এখন বধ্যভূমি আর অবরুদ্ধ কারাগারে পরিণত হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

সূত্র: রাউজিংবিডি