সোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সংস্কার শেষে রাজশাহী খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের উদ্বোধন

Paris
ফেব্রুয়ারি ১, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
পুর্নগঠন ও সংস্কার কাজ শেষে রাজশাহীর খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের করোনা সেবা কার্যক্রমের প্রায় এক বছর বিরতির পর পুনরায় তার যাত্রা শুরু হলো। আজ সোমবার দুপুরে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের অতীত ঐতিহ্য তুলে ধরে হাসপাতালটিকে রাজশাহী অঞ্চলের গর্ব বলে উল্লেখ করেন। হাসপাতালটিকে সংস্কার ও পুর্নগঠন করে যুগপোযোগী সেবার মান সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণের জন্য মেয়র মহোদয় চার্চ অব বাংলাদেশের মডারেটর ও খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিন মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালটি আগামী দিনগুলিতে বৃহত্তর আঙ্গিকে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে রাজশাহীবাসীর পাশে দাঁড়াতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের মডারেটর ও ঢাকার বিশপ এবং খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিন। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, চার্চ অব বাংলাদেশের অন্তর্গত কুষ্টিয়ার বিশপ রাইট রেভারেন্ড হেমেন হালদার, রাজশাহী ক্যাথলিক ডায়োসিসের বিশপ রাইট রেভারেন্ড জেভার্স। এ সময় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের চীফ এক্সজিকিউটিভ অফিসার প্রদীপ চাঁদ মন্ডল, হাসপাতাল বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, চার্চ অব বাংলাদেশের প্যারিশ পুরোহিত ও প্রতিষ্ঠান প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা অতি মহামারীর সময়কালে খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল নিয়মিত সেবাসমূহ বন্ধ ঘোষণা করে এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাজশাহী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে ১৫ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ মাস কোভিড-১৯ কার্যক্রম চালু রাখে। এ সময় রাজশাহীতে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচয় ছিলো ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর