মঙ্গলবার , ৩০ অক্টোবর ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ইয়াবা আনতে গিয়ে কলেজ ছাত্র গ্রেফতার

Paris
অক্টোবর ৩০, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় কলেজ শিক্ষকের মোটরসাইকেল নিয়ে বই আনার কথা বলে ইয়াবা আনতে গিয়ে পুলিশের হাতে কলেজ ছাত্রসহ দুইজন গ্রেফতার হয়েছে। গত সোমবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুঠিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের নমির উদ্দিনের ছেলে রান্টু (২৯) ও একই উপজেলার সোনারমোড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে কলেজ ছাত্র কাউছার (১৯)। কাউছার নাটোরের কাফুরিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক কাফুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষক জানান, সোমবার সকালে কাউছার বাড়িতে বই নিয়ে আসার কথা বলে তার মোটরসাইকেল নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি শোনেন সে মাদক সহপুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন জানান, উপজেলার বারইপাড়া এলাকায় থানার এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাদের দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর