বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় নবাগত সাংসদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Paris
জানুয়ারি ১০, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নবাগত সাংসদ ডা.মনসুর রহমানের সঙ্গে পুঠিয়া উপজেলা প্রশাসনের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সাংসদ প্রফেসর ডা.মনসুর রহমান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দীউন আল ওয়াদুদের সঞ্চালনায় পরিচিতি সভায় সংসদ সদস্য উপজেলা পরিষদে কর্মরত সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিত হন ও প্রতিটি দপ্তরের কি কি সমস্যা সেগুলো শোনেন এবং সমাধান করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, ভাইস-চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, মহিলা ভাইস-চেয়ারম্যান মতিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবুল কালাম সাহেব, পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহিনুল হক, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, সদস্য জি এম হিরা বাচ্চু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক। এছাড়াও উপজেলার কর্মরত সকল দপ্তর প্রধান, ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর