শনিবার , ১৯ মে ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরীক্ষায় ফেল ছেলে, মিষ্টি বিলিয়ে বাবার উল্লাস!

Paris
মে ১৯, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ছেলেকে বকাবকি না করে উৎসাহ দিয়ে বুকে টেনে মিষ্টি বিলিয়ে ও বাজনা বাজিয়ে উল্লাস করেছেন বাবা। ভারতের মধ্যপ্রদেশের টিলি এলাকার বাসিন্দা সুরেন্দ্র ব্যাস নামের ওই ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, সুরেন্দ্রর ছেলে আশু ব্যস চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। গেল সোমবার প্রকাশিত হয় ওই ফলাফল। এই ফলে আশু ব্যাস চার বিষয়ে অকৃতকার্য হয়। বাড়িতে এই খবর নিয়ে আসার পর বাবা জড়িয়ে ধরেন ছেলেকে।

এরপর বাবা সুরেন্দ্র ব্যাস বলেন, মন ভাঙবে না। ভবিষ্যতে তুমি ভালো ফল করবে।

শুধু তাই নয়, ফল প্রকাশের পরদিন এক আনন্দ উৎসবের আয়োজন করেন বাবা। ছেলের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীকে খবর দেয়া হয়। বাড়িতে আনা হয় ব্যান্ডপার্টি। চলে আতশবাজি পোড়ানো। ঢোল বাজিয়ে আনন্দ মিছিলও বের হয়। এরপর খানাপিনা। উৎসবে মেতে ওঠে সুরেন্দ্র ব্যাসের বাসভবন। আয়োজন করা হয় নানা খাবারের।

সুরেন্দ্র বলেন, আমি চাইনি ছেলে হতাশ হয়ে পড়ুক। ওকে উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন করেছি। মাধ্যমিক পরীক্ষা তো আর জীবনের শেষ পরীক্ষা নয়।

 

সময়

সর্বশেষ - সব খবর