নিম্ন আদালতে সাড়ে ১৭ হাজার আসামির জামিন

গত এক সপ্তাহে বিভিন্ন মামলার ১৭ হাজার ৫৯০ জন আসামির জামিন মঞ্জুর করেছেন দেশের অধস্তন( নিম্ন) আদালত। তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে এক হাজার ১৭৪ জন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে পাঁচ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণ করে ১৭ হাজার ৫৯০ জন আসামি জামিন পেয়েছেন এবং এক হাজার ১৭৪ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ জুলাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামিরা অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন বলে সার্কুলার দেন সুপ্রিম কোর্ট। এর ফলে করোনা পরিস্থিতির মধ্যে আত্মসমর্পণ করে জামিন লাভের পথ খুলে যায়।