নাটোরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোন বালাই নাই

লালপুর (নাটোর) প্রতিনিধি।


নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় ৬ষ্ঠ দিনের বিশেষ লকডাউনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোন বালাই নাই ।
সোমবার (২৮ জুন ২০২১) সরোজমিন ঘুরে দেখা যায় করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন স্বাভাবিক অবস্থায় পরিনত হয়েছে গোপালপুর পৌরসভা এলাকায়। জনসমাগম নিষেধ থাকলেও পৌর এলাকায় বসেছে ছাগলের জমজমাট হাট। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের অনেকের মুখে মাক্স দেখা যায়নি, তাদের নিকট মাস্ক থাকলেও তা ব্যবহার না করে গলায় ঝুলিয়ে রাখতে দেখা গেছে।
করোনা পরিস্থিতিতে গোপালপুর ছাগল হাটে ক্রেতা ও বিক্রেতাদের আনাগুনায় জমে উঠেছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিত ও ভ্যান সহ গণপরিবহন চলা ফেরা করতে দেখা গেছে । লালপুর সহ পৌরসভা এলাকায় দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এবিষয়ে লালপুর থানা (ওসি) ফজলুর রহমান বলেন, লকডাউনের বিষয়ে সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না। সচেতন মূলক প্রচারের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে।

স/এআর