লালপুরে র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৯জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিপিসি-২, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান চালায়।

এসময় নগদ ২লক্ষ ৫৬ হাজার ৬৬০ টাকা, দুই সেট তাস, তিনটি গ্যাসলাইট, ১৩টি মোবাইল, ১৯ টি সীমকার্ড, তিনটি মোমেরী কার্ড, তিনটি মোটরসাইকেল, একটি হেলমেট, পাঁচ জোড়া স্যান্ডেল ও জুয়া খেলায় ব্যবহৃত একটি ত্রিপলসহ পাবনার ঈশ্বরদী উপজেলার মৃত জব্বার শেখের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৩১),

দিয়ারবাগাইন গ্রামের হায়দার রহমানের ছেলে মোঃ মামুন ফেরদৌস (৪০), লালপুরের শ্রীরামগাড়ী গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৩৮), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০), আলাল উদ্দিনের ছেলে ফজলু (৩৮), সাজদার মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৩৫),

বিলমাড়িয়া গ্রামের হামজাল হোসেনের ছেলে হৃদয় হাসান (২১), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে আছাদুজ্জামান (৫৫) ও মসিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে জুয়া খেলার কথা স্বীকার করে।  এঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।

 

স/এআর