নাটোরের বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯০ তম জন্মবার্ষিকী পালিত

বড়াইগ্রাম  প্রতিনিধিঃ  নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা’র ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার আয়োজিত আলোচনা সভায় ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স/আ.মি