ধামইরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্মৃতিসৌধে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে ধামইরহাট সরকারি এম এম কলেজে দিবসটি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,পৌর মেয়র আমিনুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।

বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় উপজেলা প্রকৌশলী মো.অলী হোসেন এর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স/জে