মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পোরশায় বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

Paris
মে ৭, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় কড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বিদ্যালয়টি বন্ধ রাখা হয় বলে জানাগেছে।
দীর্ঘদিন  তাপদাহের কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক কয়েকদিন বিদ্যালয়ের বন্ধ রাখলেও গত ৫ মে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তাপদাহের কারনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মোতাবেক সকাল ৮ টায় ক্লাস শুরু করে সকাল সাড়ে ১১টায় ক্লাস শেষ করার সিদ্ধান্ত থাকলেও গত কয়েকদিন থেকে তাপদাহ কমার কারণে ৭মে থেকে আবারো পূর্বের ন্যায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গত ৬ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা জারি করেন।
কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান অধিদপ্তরের নির্দেশনা তোয়াক্কা না করে ৭মে সকাল ১১ টায় বিদ্যালয় বন্ধ করে দেন। ৭ মে দুপুর ১২ টায় মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আসাদুজ্জামান কোন কিছু বলতে রাজি হননি।
অপরদিকে ভারপ্রাপ্ত পোরশা উপজেলা শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিদ্যালয়টি বন্ধের সত্যতা  নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর