ধামইরহাটে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতার জন্মদিন পালিত

 

All-focus

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হযেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর স্থানীয় সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার এর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য করে। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পৌরসভা,পুলিশ প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন,ধামইরহাট প্রেসক্লাব,শুভসংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনাসভায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো.শহীদুজ্জামান সরকার এমপি,উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,উপজেলা প্রকৌশলী আলী হোসেন,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এস খেলাল-ই-রব্বানী,প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

পরে উপজেলা প্রকৌশলী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মো.আলী হোসেন এর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/জে