বুধবার , ৬ মার্চ ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিক

Paris
মার্চ ৬, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে রোডস বলেন, ইনজুরিতে পড়ার পর আজই প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করলো মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করানোর চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, তখনই লিগামেন্টের আশপাশে ব্যথা অনুভব করেছে সে। সত্যি বললে, দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা হবে না।

দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যথা অনুভব করেছেন তামিম। তাই তামিমকে নিয়ে হঠাৎ শঙ্কা তৈরি হয় বাংলাদেশ শিবিরে। তবে তামিমের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন রোডস, আজ হালকা অনুশীলন করেছে তামিম। কিছুটা ব্যাথা অনুভব করছে সে। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।

 

সর্বশেষ - খেলা