শুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে পৌঁছেছে ১২ হাজার করোনা ভ্যাকসিন,উদ্বোধন রবিবার

Paris
ফেব্রুয়ারি ৫, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:রাজশাহীর দুর্গাপুরে করোনা ভ্যাকসিনের ১২ হাজার ৮,.৯০ ডোজ পৌঁছেছে।শুক্রবার সকালে ভ্যাকসিনগুলো  দূর্গাপুরে এসে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। রবিবার (৭ ফেব্রুয়ারি)  থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হবে টিকা প্রদান কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশন এখনো চালু হয়নি। আগামী ৭ ফেব্রুয়ারি একযোগে সারাদেশে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর উপজেলা আইসিটির সহযোগিতায় বুথের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এছাড়াও আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রায় ২৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। যা উদ্বোধনের দিনে তাদের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হবে। এছাড়াও টিকা গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হবে।

এই পর্যন্ত সারাদেশে প্রায় ৭০ হাজার মানুষ করোনা টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর