ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জিম্বাবুইয়ানদের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞার কারণে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়। তবে সেটা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

দল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও দুর্নীতির কারণে কদিন আগে জিম্বাবুয়ের সদস্যপদ বাতিল করে আইসিসি। ফলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত কোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারবে না তারা। তাই ত্রিদেশীয় সিরিজটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়।

সোমবার নাজমুল হাসান জানিয়েছেন, নিষেধাজ্ঞা থাকলেও ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তাদের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি বলেন, আইসিসির নিষেধাজ্ঞা থাকলেও জিম্বাবুয়ে ঠিকই ঢাকা আসবে। আমরা তিনজাতি ক্রিকেট আসর আয়োজনের চিন্তা করছি। তাতে অংশও নেবে।

বিসিবি সভাপতির ভাষ্যমতে, আইসিসির নিষেধাজ্ঞায় পড়লেও জিম্বাবুয়ের বাংলাদেশে আসা নিয়ে কোনো বাধা নেই। সেটা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার ওই নিষেধাজ্ঞায় ধর্তব্য হবে না। দলটি ঠিকই সফরে আসবে।