টেস্টের জার্সিতে নাম-নম্বর চালুই চটেছেন শোয়েব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেস্ট ক্রিকেটেও খেলোয়াড়দের জার্সিতে নাম ও নম্বর চালু করেছে আইসিসি। চলমান অ্যাশেজ সিরিজ দিয়ে তা শুরু হয়েছে। তবে একে ভালোভাবে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। এ বিষয়ে ভীষণ হতাশা প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, টেস্ট দলের জার্সির পেছনে নাম ও নম্বরের বিষয়টি খুব দৃষ্টিকটু। অভিজাত সংস্করণের ক্রিকেটে তা না থাকাই ভালো। ঐতিহ্য বজায় রেখে চলাটাই প্রয়োজন। এ সিদ্ধান্ত নিয়ে আইসিসির পুনরায় চিন্তা-ভাবনা ক‍রা একান্ত দরকার।

দিন দিন ক্রিকেটের দীর্ঘ পরিসরে দর্শক সংখ্যা কমছে। তাই তাদের কাছে এ ফরম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে আইসিসি। এর একটি হলো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের মতো টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে নাম ও নম্বর ব্যবহার।

তবে বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করছেন না সাবেক ক্রিকেটাররা। এর বিরোধিতা করেছেন খোদ অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ব্রেট লি। তারাও ঐতিহ্যের ধারায় প্রবাহিত।