তুর্কিদের ৫ সন্তান নেওয়ার আহ্বান এরদোয়ানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউরোপে বসবাসরত তুর্কি ও নিজ দেশের নাগরিকদের তিন সন্তানের পরিবর্তে পাঁচ সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের নাগরিকরা ইউরোপের ভবিষ্যৎ। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

 

এরদোয়ান বলেন, ‘আমি আমার জনগণ ও ইউরোপে বসবাসরত ভাই-বোনকে বলতে চাই, আপনারা বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করান, ভালো বাড়িতে থাকুন ও ভালো গাড়ি চালান। তিনটি নয়, পাঁচ সন্তান নিন। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’

 

এরদোয়ান আরও বলেন, ‘এটাই আপনাদের প্রতি অনাচারের সবচেয়ে বড় জবাব হবে’।

 

ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ২৫ লাখ তুর্কি বাস করেন যারা তুরস্কেরও ভোটার। এদের ছাড়াও তুর্কি বংশোদ্ভূত কয়েক লাখ মানুষ ইউরোপে বসাবস করেন। নিজে চার সন্তানের জনক এরদোয়ান এর আগে তুরস্কের নাগরিকদের তিন সন্তান নেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন