ঢাবি ছাত্রলীগ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফ্ফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও এশাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের সহ-সভাপতি ফারিয়া জামান অর্ণা বলেন, ‘যে ছাত্রলীগ করে সে কখনই অন্য একজন ছাত্রলীগ কর্মীর ক্ষতি করতে পারে না। এখানে কোনো রকম তদন্ত না করে একজন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী হিসেবে যা করেছে তা তার নিজ দায়িত্ব থেকে করেছে। কিন্তু তাকে কেন কোনো তদন্ত ছাড়াই ছাত্রলীগ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এঘটনার তদন্তের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা যেন দ্রুত সঠিক তদন্ত করে। রগ কাটার গুজবে ইফ্ফাত জাহান এশার উপর যে অমানবিক অত্যাচারের ঘটনা ঘটেছে তা গণধর্ষণকেও হার মানায়।’

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ইফ্ফাত জাহান এশা যদি কোনো অপরাধ করে থাকে হবে তার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হোক। আজ একজন ছাত্রলীগ কর্মীকে মিথ্যা ও গুজবের ওপর এমন মানবিক শাস্তি দেওয়া এটা কখনোই ছাত্রলীগ কর্মীরা মেনে নেবে না। রাতের অন্ধকারে তাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিশ্ববিদ্যালয়ে পুর্নবহাল করা এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রাবি শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা দেন, ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, মিজানুর রহমান সিনহা, সাদ্দাম হোসেন দেন, সাংগঠনিক সম্পাদক এমরান খান নাহিদ প্রমুখ। এসময় ছাত্রলীগের প্রায় ২০০ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/অ