রাজশাহীতে পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
পুকুরে পয়সা খুজতে গিয়ে পাথরের ‘ষাঁড়’ পেয়েছে দুই শিশু। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর সপুরা মঠপুকুর থেকে একটি সেত পাথরের ‘ষাঁড়’ খুজে পায় দুই শিশু।

তারা নগরীর মথুরডাঙ্গা এলাকার ইমন (১২) ও লাম (১২)। পরে পাথরের ষাড়টি সপুরা শিল্প নগরীর পুলিশ ফাঁড়িতে স্থানীয়দের সহাযোগিতায় নিয়ে আসা হয়।

শিশু ইমন ও লাম জানায়, দুপুরে তারা পুকুরে পয়সা খুজতে নামে। এর মধ্যে ইমন তিনটি ও লাম একটি পয়সার কয়েন পেয়েছে। পয়সার খুঁজতে গিয়ে তারা একটি পাথরের ষাঁড় দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে আসা হয়।

শিল্প নগরীর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাসুদ রানা জানান, আগের সময় রাজারা তাদের পুকুর ঘাটে পাথরের তৈরি ঘোড়া, ষাঁড়, হাতি ইত্যাদি রাখতেন। এক সময় পুকুরের ঘাট ভেঙে যাওয়া মাটি ও পানি কাঁদায় ডুবে যায়। শিশুরা পয়সা খুঁজতে গিয়ে সেত পাথরের ষাড়টি পেয়েছে। আগামিকাল শুক্রবার আদালতে নিয়ে যাওয়া হবে।

স/অ