চোখের ফোলাভাব কমাতে মেনে চলুন এই ৪টি টিপস

সৌন্দর্য সমস্যার মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হলো চোখের ফোলাভাব। সেই সাথে চোখের চারপাশও ফুলে যায়। ঘুমের অভাব, ক্লান্তি, অতিরিক্ত কান্না কাটি করলে চোখ ফুলে যায়। চোখ ফোলা থেকে মুক্তি পেতে আপনি কয়েকটি ঘরোয়া প্রতিকার অনুসরণ করতে পারেন।

আলু:

কয়েকটি দুটি আলুর টুকরো ফ্রিজে রেখে ১০ থেকে মিনিটের জন্য আপনার চোখের উপর রাখুন। এটি চোখকে আরাম দিবে এবং অতিরিক্ত পানি ধারণ কমাতে পারে।

শসা:

আলুর মত আপনি শসাও ব্যবহার করতে পারেন। ফ্রিজে কয়েক টুকরো শসা কিছুক্ষণ রেখে তারপর চোখের উপরে দিন। এমন করে ১৫ মিনিট রাখুন। এতে করে চোখের ফোলাভাব কমবে।

অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা জেলে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকায় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।  ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর চোখে লাগান।

পানি:

পানির কোন বিকল্প নেই। সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি খান। সেই সাথে ঠান্ডা পানিতে দিনে কয়েকবার মুখ ধুয়ে ফেলতে পারেন যা চোখের ফোলাভাব কমাবে।

 

সুত্রঃ কালের কণ্ঠ