চট্টগ্রামে আরো ১৩২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরো ১৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগর এলাকার ৬০ জন এবং বিভিন্ন উপজেলায় ৭২ জন রয়েছেন। এছাড়া বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ৮ জনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৪৬৪টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

জানা যায়, বিআইটিআইডি ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৩৩ জনের মধ্যে। চমেক ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়। সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৩৫টি। এরমধ্যে ৬১ জনের নমুনায় পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত  মোট রোগী তিন হাজার ৬৭৭ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ৮৮ জন। বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ২৪৮ জন।

 

সুত্রঃ কালের কণ্ঠ