রবিবার , ৩১ জানুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঘরের মাঠেও হেরে গেল রিয়াল, বার্সার কাছে দ্বিতীয় স্থান হারানোর শঙ্কা

Paris
জানুয়ারি ৩১, ২০২১ ৯:৪১ পূর্বাহ্ণ

এবার ঘরের মাঠেও হেরে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য, ১০ জন নিয়ে খেলেও প্রথমে লিড নিয়েছিল রিয়াল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এই হারে বার্সেলোনার কাছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান হারানোর শঙ্কা জেগেছে। পরবর্তী ম্যাচে বার্সেলোনা জয় পেলে গোল ব্যবধানে রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি দখলে নেবে।

২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লস ব্লাঙ্কোসরা রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে ২০ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে লেভান্তে অবস্থান নিয়েছে নবম স্থানে। আর ২ ম্যাচ কম লেখা অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে।

 

শনিবার ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় রিয়াল। এ সময় ইদার মিলিতাও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১৪ মিনিটেই পাল্ট আক্রমণে মার্কো আসেনসিও’র গোলে লিড নেয় তারা। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় লেভান্তে। ৩২ মিনিটের মাথায় দলটির হোসে লুইস মোরালেস সতীর্থের ক্রস থেকে গোল আদায় করে নিয়ে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়েছিল লেভান্তে। কিন্তু সেটি থেকে গোল আদায় করে নিতে পারেনি। রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া ফিরিয়ে দেন রজার মার্তির নেওয়া স্পট কিক।

তবে ৭৮ মিনিটে আনমার্ক মার্তি শেষ পর্যন্ত জালের নাগাল পান। তাতে রিয়ালের মাঠে রিয়ালকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা