‘ক্ষমতায় যেতে বিএনপির ৩১ বছর লাগে কি না, কে জানে!’

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে ২১ বছর লেগেছিল। বিএনপির ৩১ বছর লাগে কী না- কে জানে! নেতৃত্বের বড় দুর্বলতার কারণে বিএনপি দল হিসেবে সঙ্কুচিত হয়ে পড়েছে।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া মেধাবী এবং যোগ্যদের নিয়ে এগোতেন কিন্তু এখন আর তেমন হয় না। বয়স্ক-অসুস্থ-নিষ্ক্রিয়দের সরিয়ে সক্রিয়দের নিয়ে নেতৃত্বে আমূল পরিবর্তন আনার দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি।

ব্যারিস্টার শাহজাহান ওমরকে বিএনপিতে এনেছিলেন জিয়াউর রহমান। তার মূল্যায়ন, যোগ্য ও মেধাবী দের নিয়ে এগোতেন বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি আরও বলেন, বিএনপির রাজনৈতিক সক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে।
ক্ষমতায় যেতে হলে বিএনপির বর্তমান নেতৃত্বে আমূল পরিবর্তন দরকার।

 

গেল ১ বছর যাবত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের বিভিন্ন পর্যায়ের কমিটির পুনর্গঠন চলছে। মহামারির কারণে ভার্চুয়াল মিডিয়ায়ই সভা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ায় সুষ্ঠু পুনর্গঠন সমম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন