কারিগরি ত্রুটিতে ফেইসবুক ডাউন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুক ও তার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা দিয়েছে। এ কারণে অনেক ব্যবহারকারী লগ ইন করাতে গিয়ে সমস্যায় পরেন। নেটওয়ার্কের সমস্যাটি দেড় ঘণ্টার মতো স্থায়ী হয়।

সোমবার বিকেল থেকে বিশ্বের অনেক অঞ্চলেই এ সমস্যা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের ব্যবহারকারীরাই বেশি ভুগেছেন। এছাড়াও, দক্ষিণ আমেরিকা, ফিলিপাইনস ও ভারতের কিছু অংশে এই কারিগরি ত্রুটি দেখা দেয়।

down-techshohor

ফেইসবুকে ভিজিট করতে গেলেই একটি বার্তা দেখতে পাচ্ছিলেন ব্যবহারকারীরা। সেখানে লেখা ছিলো, সাইটের ত্রুটির কারণে আপনার অ্যাকাউন্ট এখন অচল হয়ে পরেছে। শীঘ্রই এর সমাধান করা হবে। কয়েক মিনিট পরে আবার চেষ্টা করুন।

ফেইসবুকে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে অনেকেই এ সময় টুইটারে ঢুঁ মারেন।

ফেইসবুক এক বিবৃতি জানিয়েছে, সমস্যাটির সমাধান প্রায় আমরা করে ফেলেছি। সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত।

গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে