মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় আফগানিস্তান!

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

বাংলাদেশের মাটিতে সিরিজ, তার আগে তড়িঘড়ি করে বাংলাদেশেরই সাবেক হেড কোচকে শিবিরে টানলো আফগানিস্তান। স্টুয়ার্ট ল আফগানদের অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব নিয়ে এবার যেন ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে এসেছেন। কাঁটা দিয়েই কাঁটা তোলার পরিকল্পনা করছে সফরকারীরা।

কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফগান ওয়ানডে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ইঙ্গিত দিয়ে রাখলেন, স্টুয়ার্ট ল’কে তারা টাইগারবধের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজে লাগাতে চান।

২০১১-২০১২ সালে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন ল। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করেছিল টাইগাররা। সেই ল’কে নিয়োগ দিয়ে এবার পায়ের নিচে শক্ত মাটি পেয়ে গেছে আফগানরা।

নিজেদের অন্তবর্তীকালীন হেড কোচ নিয়ে শহিদি বলেন, ‘তিনি সব কিছু জানেন (বাংলাদেশ সম্পর্কে)। পিচ আর মাঠ সম্পর্কে তিনি যা জানেন, আমাদের বলেছেন। আমি সেটা অনুসরণ করব।’

বাংলাদেশের সাবেক কোচই কি এবার সিরিজে বড় পার্থক্য গড়ে দিতে পারেন? আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক যেন প্রচ্ছন্ন একটা হুমকিই দিয়ে রাখলেন, ‘সম্ভবত হ্যাঁ। কারণ তিনি সব কিছু জানেন।’

সর্বশেষ চট্টগ্রামে বাংলাদেশকে টেস্ট ফরমেটে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেই সুখস্মৃতি ওয়ানডে সিরিজেও কি বাড়তি প্রেরণা দেবে? শহিদির জবাব, ‘অবশ্যই। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমাদের এখানে সুখস্মৃতি আছে। সেখান থেকে ইতিবাচকতা নেব। আমরা আগামীকালও এমন কিছু করতে চাইব।’

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা