রবিবার , ২৬ এপ্রিল ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনার টিকা লুকিয়ে রেখেছেন ট্রাম্প!

Paris
এপ্রিল ২৬, ২০২০ ১১:৪০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাণপনে লড়ে যাচ্ছে বিশ্ব। এ পর্যন্ত মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। এ মুহুর্তে মানুষ যে জিনিসটি সবচেয়ে বেশি খুঁজছে তা হচ্ছে করোনার সঠিক চিকিৎসা। এ নিয়ে আমেরিকান জনগণ কি ভাবছে, সম্প্রতি এমন এক জরিপে উঠে এসেছে অবাক করা তথ্য। ডেমোক্রেসি ফান্ড, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট এবং ইউএসএ টুডের এ সম্মিলিত জরিপে দেখা যায়- একতৃতীয়াংশ আমেরিকান মনেকরে কভিড-১৯ চিকিৎসায় আমেরিকার হাতে টিকা আছে। তবে সেই টিকাটি ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে।

২ থেকে ৮ এপ্রিল পরিচালিত ওই জরিপে দেখা যায়, সরকার মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ। জন হপকিনসন ইউনিভার্সিটির দেয়া হিসাব অনুযায়ী গত শনিবার পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৭০০ মানুষের এবং আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৮ হাজার মানুষ।

জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ মানুষ জানান, করোনার টিকা সরকার লুকিয়ে রেখেছে এ সম্ভাবনা আছে, কিংবা এটি নিশ্চিতভাবেই সত্য। আবার ৩২ শতাংশ মানুষ মনেকরেন ওষুধ আছে এবং তা রোগীদের জন্য রেখে দেয়া হয়েছে। তবে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মনেকরেন এ বিষয়টি সত্য নয়। অর্থাৎ সরকারের হাতে কোনো ওষুধ নেই, যেটা লুকিয়ে রাখা হয়েছে।

জরিপ পরিচালনাকারী বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে মানুষের চিন্তা চেতনায় পরিবতর্ন ঘটছে। ফলে মানুষ এখন অনেক অযোক্তিক বিষয়ও বিশ্বাস করতে শুরু করেছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক