মঙ্গলবার , ২৯ মে ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইয়েমেনে ১০০০ সৌদি সেনা নিহত!

Paris
মে ২৯, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সেনা নিহত হয়।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন চ্যানেল তাদের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

সৌদি-নিয়ন্ত্রিত কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সৌদি বাহিনী সম্প্রতি ইয়েমেন সীমান্তে অভিযান চালালে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় নিজেদের এক ডজনের বেশি সৈন্য নিহত হয়।

এরপর রিয়াদ তার মৃত সৈন্যদের একটি তালিকা তৈরি করে। সৌদি আরবের বিভিন্ন সূত্র থেকে ওই তালিকার যে তথ্য পাওয়া গেছে সেখানে ১ হাজারের বেশি সৈন্যের কথা বলা হয়েছে।

তবে ইয়েমেন যুদ্ধে হতাহত সৈন্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে আসছে সৌদি সরকার।

এদিকে ইয়েমেনের মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ছয় লাখের বেশি মানুষ হতাহত হয়েছে।

ইয়েমেনের সাবেক পলাতক এবং পদচ্যুত কর্মকর্তাদের ক্ষমতায় পুনর্বহাল করতে এবং দেশটির আনসারুল্লাহ বাহিনীর শক্তিকে খর্ব করার জন্য সৌদি আরব এসব হামলা শুরু করে।

ইয়েমেনের সেনাবাহিনীর সহযোগিতায় হুথি আনসারুল্লাহ বাহিনী সৌদি জোটের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

দেশটির বিরুদ্ধে চালানো সৌদি আগ্রাসন তিন বছর অতিক্রম করলেও কোনো বিজয় না আসায় সৌদি সেনাদের মধ্যে এখন ক্ষোভ বাড়ছে বলে সংবাদমাধ্যমে খবর আসছে।

আল জাজিরা জানিয়েছে, কিছু সৌদি সেনা প্রকাশ্যে রিয়াদ সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক