বুধবার , ১৫ জানুয়ারি ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইবিতে ব্যাচ ডে উদযাপন

Paris
জানুয়ারি ১৫, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে ব্যাচ ডে উদযাপান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১ বছর পূর্তী উপলক্ষে বুধবার র‌্যালি, আলোচনাসভা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে তারা।

এ উপলক্ষে দুপুর ১২টায় বাংলামঞ্চ থেকে র‌্যালি বের হয়, র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘সঞ্জীবনী-৩৩তম ব্যাচ’ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। এরপর দুপুরে প্রীতিভোজ শেষে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ট অধ্যাপক ড. সাইদুর রহমান।

‘সঞ্জীবনী’ ৩৩তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী ইজাজ মাহমুদ অনিক ও লোক প্রশাসন বিভাগের ফারহা শারমিন বিন্দু আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন।

সর্বশেষ - শিক্ষা