শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কংগ্রেসের অবমাননা: ট্রাম্পের সহযোগী ব্যাননের চার মাসের কারাদণ্ড

Paris
অক্টোবর ২২, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেসের অবমাননার জন্য শুক্রবার চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় তিনি ‘বাইডেন শাসনের’ তীব্র নিন্দা করেছেন।

৬৮ বছর বয়সী ব্যাননকে জুলাই মাসে দুটি কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কংগ্রেস ভবনে ২০২১ সালের জানুয়ারি মাসের দাঙ্গা তদন্তকারী কমিটির কাছে সাক্ষ্য বা নথি কোনোটাই দিতে রাজি হননি তিনি।

কারাদণ্ড ছাড়াও ব্যাননকে সাড়ে ছয় হাজার ডলার জরিমানা দিতে হবে।

স্টিভ ব্যানন কোনো অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন।

বিচারক কার্ল নিকোলস বলেছেন, ব্যাননকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত মুক্তি দেওয়া হবে।

ট্রাম্পকেও তলব
৬ জানুয়ারির দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস কমিটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে। তিনি এতে সাড়া দিতে ব্যাননের মতো অস্বীকৃতি জানালে ফৌজদারি অভিযোগ তথা কারাদণ্ডের সম্মুখীন হবেন।

ট্রাম্প গত নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া চলার সময় কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায়। এর পেছনে ট্রাম্পের উস্কানি ছিল বলে অভিযোগ রয়েছে।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক