রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে নেই বুমরা

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদেই হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। কিন্তু এই টেস্টে খেলতে নামার আগেই বিপাকে ভারতীয় দল। কারণ সিরিজের শেষ ম্যাচে পাওয়া যাবে না জাসপ্রীত বুমরাকে। ব্যক্তিগত কারণে তিনি শেষ টেস্ট থেকে সরে দাঁড়ালেন।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বুমরার সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের জন্য শেষ টেস্ট থেকে অব্যাহতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন বুমরা। তার সেই আবেদন মঞ্জুরও করা হয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে থাকবেন না জাসপ্রীত। দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

এর আগে, ভারত-ইংল্যান্ড সিরিজে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে তার জায়গায় দলে এসেছিলেন মোহম্মদ সিরাজ। পরবর্তীতে দিন-রাতের টেস্টে ফের একবার প্রথম একাদশে সুযোগ পান বুমরা। কিন্তু প্রথম ইনিংসে কেবল ৬ ওভারই বল করেছিলেন ২৭ বছর বয়সি এই পেস বোলার। এরপর আর বল করার সুযোগ পাননি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা