বুধবার , ১৪ জুন ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

Paris
জুন ১৪, ২০১৭ ৩:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও দুই লাখ মেট্রিক টন আতপ চাল। ভিয়েতনাম থেকে জিটুজি পদ্ধতিতে এ চাল আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ সম্পর্কিত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, আমদানি করা সেদ্ধ প্রতি মেট্রিক টন চালের চাম পরবে ৪৭০ ডলার। সে হিসেবে ৫০ মেট্রিক টন চাল আমদানি করতে মোট খরচ পরবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। আর প্রতি মেট্রিক টন আতপ চালের দাম পরবে ৪৩০ ডলার। সে হিসেবে মোট আতপ চালে মোট খরচ হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা। এসব চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর ও ৪০ শতাংশ আসবে মংলা বন্দর দিয়ে।

চাল আমদানি করতে কত দিন লাগবে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জিটুজি পদ্ধতিতে এসব চাল আমদানি করা হবে। তাই বেশি সময় লাগবে না।’

চাল আমদানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাজেট পাসের আগে এসব বিষয়ে খোলাখুলি কিছু বলা ঠিক হবে না।’

 

 

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়