আত্রাইয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হেলাল

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার সন্ন্যাসবাড়ী পশ্চিম পাড়া আহলে হাদিস মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ আনোয়ার হোসেন হেলাল। শুক্রবার বেলা ১২ টায় ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়।

মসজিদের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ -০৬ (আত্রাই-রাণীনগ) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, সদস্য মো. আফজাল হোসেন, হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও হাটকালুপাড়া ইউ,পি চেয়ারম্যান মো. আফজাল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া, মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিঠু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রউফ রইচসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সদস্য ও মুসল্লীবৃন্দ। পরে আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি এক লক্ষ ষাট হাজার অনুদান ঘোষণা করেন।

জি/আর