শুক্রবার , ১ নভেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Paris
নভেম্বর ১, ২০১৯ ১:০১ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:

‘জেগেছে যুব গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেস হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।

আলোচনা শেষে ১৬ জন যুব ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্পভিত্তিক ৭ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর