মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ তাজিকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Paris
সেপ্টেম্বর ৩, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন তাজিকিস্তানে। বাংলাদেশ দল আজ তাজিকিস্তানের দুশানবেতে স্থানীয় দল এফসি কুকতোশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে।

রবিবার মধ্যরাতে তাজিকিস্তান পৌঁছানোর পর গতকাল সকালে খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ জেমি ডে। তবে এ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বিকালে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা।

বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাজিকিস্তান লিগের তৃতীয় স্থানে থাকা দল কুকতোশের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তান লিগের সাবেক চ্যাম্পিয়ন সিএসকেএ পামির দুশানবের মুখোমুখি হবে জেমি ডে’র দল।

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাই অভিযান। ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৪৯তম। বাংলাদেশ ১৮২তম। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

সর্বশেষ - খেলা