মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অভিযোগ জানাতে হটলাইন চালু করবে দুদক

Paris
জানুয়ারি ২৪, ২০১৭ ১১:০০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: দেশ-বিদেশ থেকে দুর্নীতির অভিযোগ জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) হটলাইন চালু হচ্ছে। দুদক শিগগিরই ১০৬ হটলাইন চালু করবে। তবে টেলিফোনে কোনও ধরনের অভিযোগ বিবেচনায় নেওয়া হবে তা নির্ধারণ করতে কমিশন কাজ করছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

টেলিফোনে দেওয়া অভিযোগ প্রথমে লেখা হবে এবং পরে তা পরবর্তী কার্যক্রমের জন্য কমিশনে পেশ করা হবে।

বর্তমানে দেশব্যাপী দুদক কার্যালয়ে স্থগিত বক্সে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।

এই হটলাইন চালু হলে জনগণ বিশেষ করে সরকারি অফিসের ঘুষ সম্পর্কিত ঘটনাসহ দুর্নীতির চলমান ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবে। যা দুর্নীতি হ্রাসে সহায়ক হবে।

এর আগে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সতর্ক বার্তা দিয়ে বলেন, ‘ঘুষ নেওয়া বন্ধ করুন- অন্যথায় কঠোর ব্যবস্থার জন্য অপেক্ষা করুন।’

তিনি বলেন, দুদকে ১২৫৬৮ অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে ১৫৪৩ অভিযোগ তদন্তের জন্য গৃহীত এবং ৫৪৩ অভিযোগ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রশাসনকি ব্যবস্থা নিতে পাঠানো হয়।

দুর্নীতির মামলা সম্পর্কে তিনি বলেন, ২০১৩ সালে মোট ৩৩৯ দুর্নীতির মামলা দায়ের এবং আদালতে ৫২৮টি মামলা অভিযোগপত্র দাখিল করা হয়। খবর বাসস।

 

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়