বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২ বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার!

Paris
জানুয়ারি ২, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সেঞ্চুরি করে সংবাদের শিরোনাম হন মনজোৎ কালরা। এবার বয়স বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন তিনি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাকে ২ বছর নির্বাসনে পাঠিয়েছে।

২০১৮ বিশ্বকাপেই কালরার বয়স নিয়ে কানাঘুষা তৈরি হয়েছিল। বয়সের প্রমাণপত্র নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। টুর্নামেন্টে খেললেও সঠিক বয়স নিয়ে নিজেকে অভিযোগমুক্ত করতে পারেননি।

বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের কারণে সেই বছরই কালরাকে দলে নিয়েছিল আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে দলে একাধিক রিজার্ভ ওপেনার থাকার কারণে সেই আসরে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। আসন্ন আইপিএলের আগেই তাকে ছেড়ে দেয় দিল্লি। বয়স-বিতর্কের কারণে এবার নিলামেও দল পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে একদম ছন্দে নেই কালরা। গেল বছর মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ১৩ এর বেশি অবশ্য করতে পারেননি এ ওপেনার। বয়সভিত্তিক টুর্নামেন্টে নিষিদ্ধ হয়েছেন তিনি। যে কারণে আপাতত তার লক্ষ্য সিনিয়র পর্যায়ে ক্রিকেটে অংশ নিয়ে নিজের জাত চেনানো।

সর্বশেষ - খেলা