বুধবার , ২৪ জুলাই ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১০০ গানে ওরা তিনজন

Paris
জুলাই ২৪, ২০১৯ ১২:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অডিও শিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে এবার সঙ্গীতের তিনজন কাজ শুরু করলেন একত্রে। নিজেদের প্লাটফর্মের নাম – ড্রপ বিট স্টুডিও। এখান থেকে তৈরি হচ্ছে একশ গান। প্রজন্মের তিন সঙ্গীতশিল্পী এই উদ্যোগে সঙ্গী হয়েছেন। লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া ও মার্সেল।

ইতোমধ্যে রেকর্ড হয়ে গেছে বেশকিছু গান। চলছে বাকি গানের কাজ। সম্প্রতি শুটিং হয়ে গেলো প্রথম গানের। মার্সেলের সঙ্গীতে নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। দ্বৈত কণ্ঠে ‘সিঙ্গেল সিঙ্গেল’ গানটি গেয়েছেন নিশিতা। প্রথম পর্যায়ের বাকি গানেরও ভিডিও হবে। প্রথম পর্যায়ের গানগুলো গাইছেন – মিলন মাহমুদ, রাজিব, মুহিন, সালমা, কাজী শুভ, ঐশী, মার্সেল, নিশিতা ও লুৎফর হাসান। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ঈদ উল আজহার পরেই। সেগুলোতে কণ্ঠ দেবেন পরিচিত ও ততুন শিল্পীরা।

গানগুলো লিখছেন ও সুর করছেন নিজেরাই। সঙ্গীত মার্সেল। ভিডিও নির্মাণে তারই টিম।
লুৎফর হাসান বলেন ‘আইডিয়াটা নিশিতার। তার আইডিয়া আমাদের পছন্দ হয়, কাজ শুরু করি, গুছিয়ে এনেছি অনেকটাই।’ নিশিতা বড়ুয়া মনে করেন ‘এখন মৌলিক গান হচ্ছে না সেভাবে, আবার যারা করতে চাইছে, তারা স্পন্সর পাচ্ছে না। আমরা একশ গান করে ফেলব বলেই বিশ্বাস, আর সবাইকে পাশে পাব আশা রাখি।’

গানগুলো প্রকাশ পাবে তিনজনের প্রতিষ্ঠান ড্রপ বিট স্টুডিও থেকেই।

সর্বশেষ - বিনোদন