মঙ্গলবার , ৯ অক্টোবর ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হাইকোর্ট থেকে জামিন পেলেন চবি শিক্ষক মাইদুল

Paris
অক্টোবর ৯, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাইদুল ইসলামের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। মাইদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত মাইদুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় চবি শিক্ষক মাইদুল ইসলামের আইসিটি আইনে মামলাটি দায়ের করেন চবি ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। মামলা দায়েরের পর প্রথমে হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন মাইদুল।

ওই জামিনের মেয়াদ শেষে গত ২৪ সেপ্টেম্বর মাইদুল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ার পর ২৫ সেপ্টেম্বর এই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ - আইন আদালত