রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিঙ্গাপুরের ক্রিকেটার বিক্রি হলেন সোয়া ৮ কোটিতে

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

আইপিএলের ১৫তম আসরের নিলামে রীতমতো হইচই ফেলে দিয়েছেন আইসিসির সহযোগী সদস্য দেশ সিঙ্গাপুরের এক তারকা ক্রিকেটার।

সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে সোয়া ৮ কোটি টাকা খরচ করে দলে নিলো রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের রেকর্ড পাঁচ আসরের শিরোপাজয়ী দলটি সিঙ্গাপুরের ক্রিকেটারকে দলে নেয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে অবিক্রীত রয়েছেন বিভিন্ন দেশের একাধিক তারকা ক্রিকেটার।

রোববার দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর একটি হোটেলে শুরু হয় দ্বিতীয় দিনের নিলাম।

প্রথম দিনের নিলামে দল পাননি সাকিব আল হাসান, ডেভিড মিলার, স্টিভ স্মিথরা। গত দিনের মতো আজও অপ্রত্যাশিতভাবে দল পাননি ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান,  জিমি নিশাম ও লুঙ্গি এনগিডিরা।

গতকাল নিলামে অবিক্রিত থাকেন ২ কোটি ভিত্তি মূল্যে থাকা বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার দল পাননি ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান। তিনি আইপিএলের গত আসরে নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু আইপিএলের এবারের আসরে দেড় কোটি ভিত্তি মূল্যে থাকা মরগানকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

দেড় কোটি মূ্ল্যে থাকা ভারতের তারকা পেসার ইশান্ত শর্মাও নিলামে অবিক্রীত।

দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা পেগার লুঙ্গি এনগিডি।  ২০ লাখ বেস প্রাইজে থাকা শচিন ববি ও বিরাট সিং।

দল পাননি ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ভারতীয় টেস্ট তারকা করুন নায়ার। দল পাননি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ইস সৌদি, নিল কোল্টার নিল, ক্রিস জর্ডান, মার্নাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও ডেভিড মালান।

প্রসঙ্গত, শনিবার প্রথম দিনে ৯৭জন খেলোয়াড়ের নিলাম হয়।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা