লালপুরে কৃষক শ্রমিকের সাথে সচিবের মতবিনিময় সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে আসন্ন ২০২১-২০২২। আখ রোপণ ও মাড়াই মৌসুমে চিনির উৎপাদন হার বৃদ্ধির লক্ষ্যে। পরিষ্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করার বিষয়ে। আখ চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭আগষ্ট) সকালে ন,বে,সু,মি, লি: ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নিলুফার জেসমিন খান।

অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য দেন, উত্তরবঙ্গ আখ চাষী সমিতি সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহা ব‍্যবস্থাপক( কৃষি) মন্জরুল হক, মহাব‍্যবস্থাপক ( অর্থ) হিরন্ময়, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,আখচাষী ইসলাম হোসেন,আ: সালাম প্রমুখ।

এ সময় আখের মূল্য বাড়িয়ে সঠিক সময়ে আখের মূল্য পরিশোধ, সময় মতো সার বীজ কীটনাশক প্রদানের দাবি জানান কৃষক নেতারা।

সিবিএ নেতারা বলেন সমন্বয় এর নামে অন্য মিলের শ্রমিক কর্মচারী কে নর্থ বেঙ্গল সুগার মিলে অংগীভূত করা যাবে না ।

সঞ্চালনায় করেন, ডিজিএম ইক্ষু সম্প্রসারণ/সিপি গোলাম রাব্বানী।

স/আ