রবিবার , ২৫ নভেম্বর ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুশ-মার্কিন সেনাদের দফায় দফায় সংঘর্ষ

Paris
নভেম্বর ২৫, ২০১৮ ৬:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন ও রাশিয়ান সেনাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধে ৪০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। অপর দিকে সরকাপন্থী দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।

সিরিয়া বিষয়ক মার্কিন দূত জেমস জেফরি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডট কম’।

জেমস জেফরি রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বলে ওয়েবসাইটটির তথ্যে উল্লেখ করা হয়েছে।

জেমস জেফরি বলেন, সিরিয়ার র্বাঞ্চলীয় দেইর আজ-যোর শহরের গত ফেব্রুয়ারি মাসে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। সিরিয়ার বিভিন্ন স্থানে কমপক্ষে এক ডজন বার এ ধরনের সংঘর্ষ হয়েছে।

তবে এসব সংঘর্ষে মার্কিন সেনারা শুধু আত্মরক্ষা করেছে বলে দাবি করে তিনি বলেন, দেইর আজ-যোর শহরের কাছে মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৪০ জনের মতো সেনা নিহত কিংবা আহত হয়েছে।

তবে ওই সংঘর্ষের সময় সিরিয়ার সরকারপন্থী যোদ্ধারা মার্কিন সেনা অবস্থানে ব্যর্থ হামলা চালায়। তখন সরকারপন্থি প্রায় ২০০ যোদ্ধা মারা যায়।

সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির বিষয়ে জেফরি বলেন, সিরিয়ায় মার্কিন সেনারা বৈধভাবে অবস্থান করছে এবং দায়েশের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় শক্তিগুলোকে সমর্থন দিচ্ছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক