রবিবার , ৩১ ডিসেম্বর ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে ‘চারুকলা চর্চায় শিল্পীদের সামাজিক দায়’ শীর্ষক সেমিনার

Paris
ডিসেম্বর ৩১, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
শিল্পাচার্য জয়নাল আবেদীনের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘চারুকলা চর্চায় শিল্পীদের সামাজিক দায়: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্চন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসএসসি) কেন্দ্রে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। তিনি বলেন, ‘শুধুমাত্র চারুকলা নয়, সকল শিল্পীর দায়বদ্ধতা রয়েছে। চিত্রশিল্পীরা সমসাময়িক চিত্র তুলে ধরতেন। আমাদের যে জায়গায় দৃষ্টি দেওয়া প্রয়োজন রয়েছে শিল্পীরা সেই জায়গাগুলো তুলে ধরতেন।

টিএসসিসির পরিচালক অধ্যাপক নুরুল মোদাস্সেরের সভাপতিত্বে এ ছাড়া এ ছাড়া সেমিনারে শিল্পাচার্যের জীবনী বিষয়ে প্রবন্ধ পাঠ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা, একই বিভাগের অধ্যাপক ড আবু তাহের প্রমুখ।

স/শ

সর্বশেষ - শিক্ষা