সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় অটোচালকের পা ভেঙ্গে দিলেন ছিনতাইকারীরা

Paris
আগস্ট ১৬, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মিজানুর রহমান নামের এক অটোচালককে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে পিটয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলাইপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে মিজানুর রহমান অটো নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়ি ফিরছিলেন। সে অটো নিয়ে আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালেএকই গ্রামের তারিখ আজিজ, আলাউদ্দীন,শিপনহোসেন, কোমল হোসেন, মিন্টু হোসেনসহ ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে অটো ছিনতাই করে নেয়ার চেষ্টা করে। সে অটো দিতে না চাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেয়া হয়।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তবে এই ঘটনায় আহত অটোচালক মিজানুরের ভাই নাজমুল হোসেন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানার উপ-পরিদর্শক প্রজ্ঞাময় জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর