শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিরলেন মিম মানতাসা

Paris
নভেম্বর ২৬, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ

সর্বশেষ অনুষ্ঠিত লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসলেও অনেকটা ধীরগতিতেই ক্যারিয়ার চালাচ্ছেন মিম মানতাসা।

নাটক ও মডেলিংয়ে দেখা গেলেও সিনেমায় এখনো অভিষেক হয়নি তার। করোনাকাল আসার পর আরও গুটিয়ে গেছেন বিনোদন অঙ্গন থেকে।

ঠিক এমন পরিস্থিতিতে আবার বিয়েও করলেন সম্প্রতি। তাছাড়া এক মাস আগে তার বাবা মারা যান। স্বামী আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন।

স্থায়ীভাবে সেখানে না থাকলেও যাওয়া আসার মধ্যেই থাকবেন এই মডেল অভিনেত্রী। পাশাপাশি অভিনয় করবেন মিম। এসব কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সেই বিরতি ভাঙলেন ২৫ নভেম্বর। সেদিন থেকে মাছরাঙা টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘একশতে একশ’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। গাজীপুরের পূবাইলে এটির শুটিং হচ্ছে।

অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, প্রচুর অফার থাকার পরও আমি অভিনয়ে ঠিক সেভাবে সময় দিতে পারছি না। প্রথমত আমি ক্যারিয়ারের শুরু থেকেই কম কাজ করছি। তবে সম্প্রতি বিয়ে এবং বাবা মারা যাওয়ার পর কাজ অনেক দিন বন্ধ রেখেছিলাম। কিছুদিন আগে অভিনয়ে ফিরেছি। চেষ্টা করছি ভালোভাবে অভিনয় করার। দর্শক বিনোদিত হলেই আমার অভিনয় সার্থক হবে।

এদিকে নাটক টেলিফিল্মের পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন মিম মানতাসা। সেটি এখন প্রকাশের অপেক্ষায় আছে।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন