শনিবার , ২৩ জুলাই ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত

Paris
জুলাই ২৩, ২০১৬ ৫:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশ করেছে কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সংগঠন। শনিবার নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামীলীগ নেতা চিত্তরঞ্জন সাহা, কমিউনিটি পুলিশের নের্তৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ব্যবসায়ীরা।

 

এসময় বক্তারা বলেন, কোন নীরিহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। যারা এ ধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা ইসলামের সঠিক নির্দেশনা নিয়ে কাজ করছেনা। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে মানববন্ধন থেকে আহবান জানান হয়।
অপরদিকে, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ কর্তৃপক্ষ কলেজ মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধি এক আলোচনা সভার আয়োজন করে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুস মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনসহ অন্যান্যরা।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর