বৃহস্পতিবার , ১৮ জুন ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে এবার নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত

Paris
জুন ১৮, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম রেজাউল করিম (২৮)। সে উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়ন এলাকার উজালখলসী গ্রামের নুর মোহাম্মদ নূর আলীর ছেলে।
জানা গেছে, রেজাউল করিম নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় যমুনা কোম্পানিতে চাকরি করতেন। গত ১০ জুন সে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। ১১ জুন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠান। ১৮ জুন বৃহস্পতিবার সকালে তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, ইতিমধ্যে আক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যাক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখা হচ্ছে। সেই সাথে তাকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত দুর্গাপুর উপজেলায় মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর