শুক্রবার , ২৪ এপ্রিল ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে তৈমুর হোটেলের কর্মচারীদের খাদ্য সামগ্রী দিলেন হোটেল মালিক

Paris
এপ্রিল ২৪, ২০২০ ৭:১১ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তৈমুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট মালিকের পক্ষ থেকে হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে তৌইমুর হোটেল এন্ড রেষ্টুরেন্টের কমর্চারীদের মাঝে হোটেল মালিক এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
তৈমুর হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক তৈমুর রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল খাবার হোটেল বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে হোটেল ও রেস্তরা শ্রমিকরা। কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রমজানের আগের দিন এসব খাদ্য সামগ্রী  তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন,হোটেল বন্ধ হয়ে যাবার কারণে পরিবার নিয়ে বিপাকে পড়েছে হোটেল শ্রমিক ভাইয়েরা। নৈতিক দায়িত্ববোধ থেকে এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে  প্রত্যেক শ্রমিককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, আধা কেজি পেঁয়াজ,আধা কেজি খেজুর এবং ১ লিটার সয়াবিন তেল সহায়তা দেয়া হয়েছে। এ দুর্যোগময় মুহুর্তে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আশা করি উপজেলার অন্যান্য হোটেল ও রেষ্টুরেন্ট মালিকগণ কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা দিবেন।

সর্বশেষ - রাজশাহীর খবর