রবিবার , ১৩ মার্চ ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোহলির ১৩, ভারতের বিশাল লিড

Paris
মার্চ ১৩, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ

বেঙ্গালুরু টেস্টে শ্রীলঙ্কার ঘাড়ে রান পাহাড় চাপিয়ে দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট হওয়ার পর তারা ৯ উইকেটে ৩০৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। এতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়িয়েছে ৪৪৭ রান। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি।

আউট হয়েছেন মাত্র ১৩ রানে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংস মাত্র ১০৯ রানে গুটিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ৪২ রানের ওপেনিং জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন মায়াঙ্ক আগরওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৩৪ বলে ২২ রান করা মায়াঙ্ক আউট হলে ভাঙে জুটি। এরপর হনুমা বিহারীকে (৩৫) নিয়ে ৫৬ রানের জুটি উপহার দেন রোহিত।

যদিও ভারত অধিনায়ক ফিফটিও ছুঁততে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হয়েছেন ৪৬ রানে। এভাবেই ছোটখাট জুটিতে এগিয়ে যাচ্ছিল ভারতের স্কোরবোর্ড। কোহলি আজও এলবিডাব্লিউ হয়েছেন। বোলার ছিলেন জয়াবিক্রমা। ভারতীয় দলের দুই হাফ সেঞ্চুরিয়ান ঋষভ পন্থ (৫০) এবং শ্রেয়স আয়ার (৬৭)। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারিয়ে শ্রীলঙ্কা।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা